সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সরকারি রাশিদুজ্জোহা মহিলা কলেজের গেটের সামনে একটি মেয়েকে যৌন হয়রানির অভিযোগে এক ইভটিজারকে ২০হাজার টাকা জরিমানাসহ অন্য দু’টি ঘটনায় আরও ২জনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেল সাড়ে ৩টায় সদর ইভটিজার উপজেলার আড়িয়া মোহন গ্রামের সুমন আহম্মেদকে ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসানের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে কড্ডার মোড় এলাকায় একটি বাসে তল্লাশি করে যাত্রী গাজীপুর উপজেলার কালিয়াকৈর গ্রামের মাদক ব্যবসায়ী আব্দুল মজিদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে দুই বছর বিনাশ্রম কারাদ- দেওয়া হয়। অন্যদিকে, সিরাজগঞ্জ সরকারি কলেজের ব্রেঞ্চ চুরি করার সময় হাতে নাতে আটক শহরের বাগান বাড়ি এলাকার মাদক সেবী সালেহীন মাহমুদুদুল অনুকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। দুজনকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।