সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া তাপসী রাবেয়া মহিলা কলেজের কোনো পরীক্ষার্থীই এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়নি। এ বছরই প্রথমবারের মতো এই কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল ১২ জন। মঙ্গলবার(৫এপ্রিল) থেকে শুরু হওয়া ২০১১ সালের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত এই কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র ছিল পাশ্ববর্তী উল¬াপাড়া বিজ্ঞান কলেজে। যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় কলেজের মেয়েরা এবছর পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে জানিয়েছেন ওই কলেজের অধ্যক্ষ রবিউল করিম। অধ্যক্ষ রবিউল করিম মুঠোফোনে বলেন, তার কলেজের ছাত্রীরা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। উল্লাপাড়া বিজ্ঞান কলেজ কেন্দ্র আমাদের মেয়েদের বাড়ি থেকে প্রায় ১৫/২০ কিলোমিটার দুরে। যোগাযোগ ব্যবস্থাও ভাল না। তাই এ বছর কেউ পরীক্ষা দিবেনা। আগামী বছরে তার কলেজের কেন্দ্র কাছের শাহজাদপুর সরকারি কলেজে কেন্দ্রে নেওয়ার জন্য কারিগরি শিক্ষাবোর্ডের আবেদন করেছেন বলে তিনি জানান। তবে এ বিষয়ে কোনো পরীক্ষার্থীনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে উল¬াপাড়া বিজ্ঞান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আশরাফুল ইসলাম জানান, তার কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় ৬টি কলেজের মোট ৫৬২ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৫টি কলেজের মোট ৫৫০ জন পরীক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশ নেয়। তাপসী রাবেয়া মহিলা কলেজের ১২ জন ছাত্রীর প্রবেশ পত্র নিয়ে গেছে কলেজ কর্তৃপক্ষ। কিন্তু কেউই পরীক্ষা দিতে আসেনি।
@এএইচএস/আরকে/এপ্রিল ৬, ২০১১