আগামী বছরই যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। রোববার(এপ্রিল ১৭, ২০১১) দুপুরে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের সংস্কার ও মেরামত কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রমেশ চন্দ্র সেন বলেন, ‘বিগত জোট সরকারের সময় হার্ড পয়েন্টসহ বাঁধ সংস্কার ও মেরামত না করায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। বর্তমান সরকার নদীশাসন করে ভাঙন রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আগামী বছরই যমুনা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করা হবে। এর ফলে একদিকে যেমন নাব্যতা ফিরে আসবে, অন্যদিকে ভাঙনও অনেকাংশে রোধ করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘ দেশে মেয়াদোর্ত্তীর্ণ ড্রেজার দিয়ে খনন কাজ চলছে। এর ফলে যথাসময়ে খনন কাজ শেষ হচ্ছে না। এজন্য আগামী দেড় বছরের মধ্যে নেদারল্যান্ডস থেকে ১৫টি অত্যাধুনিক ড্রেজার মেশিন আনা হচ্ছে।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পাউবোর রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী মোঃ আফজাল হোসেন, পাউবোর বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী সর্দার সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা, বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, পুলিশ সুপার মোঃ মোশারফ হোসেন প্রমুখ।