আলিশা, পুরো নাম আমিরা জিনাত আলিশা। বয়স ১০। সে রাজশাহীর প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেনীর ছাত্রী। তার বাবা রাজশাহীর জেলা জজ আদালতের একজন আইনজীবী। মা গৃহিনী।
আলিশা গত ৩ এপ্রিল বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতার উচ্চাঙ্গ সঙ্গীত খ-শাখায় এবং ছড়া গান-খ শাখায় দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে।
আলিশা এর আগে থানা, জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিল। সে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ওস্তাদ শ্রীমতি মঞ্জুশ্রী রায়ের কাছে গান শিখছে।
ভবিষ্যতে অনেক বড় শিল্পী হওয়ার ইচ্ছে তার। ওর পিতা ওর সাফল্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।