সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের সাবেক ম্যারেজ রেজিস্ট্রার, বিশিষ্ট সমাজসেবক কাজী হাবিবুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী গত ৮ মে’২০১১ রোববার পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৬ মে) উপজেলার রামেশ্বরগাতী গ্রামের বাড়িতে তার রুহের মগফেরাত কামনায় মিলাদ মাহফিল, কবর জিয়ারতের আয়োজন করা হয়। এতে আলেম সমাজ, আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাণুধ্যায়ীরা অংশ নেন।
উল্লেখ্য, তিনি বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের নিউজরুম এডিটর নূরনবী সিদ্দিক সুইন এর পিতা ও পরিকল্পণা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খোন্দকারের এপিএস আজাদুল ইসলাম আজাদের ভগ্নিপতি।
কর্মজীবনে সফল এ সমাজসেবী ২০০৩ সালের ৮ই ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।
সিরাজগঞ্জ বার্তা/টিএসএন/ মে ০৮’ ২০১১ইং