উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ইউপি নির্বাচনের প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছে। ৯টি ইউনিয়নের ৫৯ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১১৯ জনসহ মোট ৫৯১ জন ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। সোমবার উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যমতে, ধামাইনগর ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান ও সংরক্ষিত ১৬ জনসহ মোট প্রার্থী ৬০ জন। সোনাখাড়া ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান ও ১১ জন সংরক্ষিত সদস্যসহ মোট প্রার্থী ৬৩ জন। ধুবিল ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান ও ১২ জন সংরক্ষিত সদস্যসহ ৬৫ জন। ঘুড়কা ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান ও ১২ জন সংরক্ষিত সদস্যসহ মোট প্রার্থী ৬৭ জন। চান্দাইকোনা ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত ১৬ জনসহ মোট প্রার্থী ৬৩ জন। ধানগড়া ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত ১৬ জনসহ মোট প্রার্থী ৭৪ জন। নলকা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত ১৩ জনসহ মোট প্রার্থী ৬৯ জন। পাঙ্গাসী ইউনিয়নে ৪ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত ১১ জনসহ মোট প্রার্থী ৫৫ জন। ব্রহ্মগাছা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও সংরক্ষিত ১৫ জনসহ মোট প্রার্থী ৭১ জন।