উপজেলা প্রতিনিধি, শাহজাদপুর:
সিরাজগঞ্জের শাহজাদপুরের ছোট-টেপরী গ্রামের কৃষক মোজাম্মেল হত্যা মামলার রায়ে পিতা ও দুই পুত্রের যাবজ্জীবন কারাদন্ডাদেশ
দিয়েছেন আদালত। পাশাপাশি সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকার জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের
সশ্রম কারাদন্ডও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১২এপ্রিল’২০১১) দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ আব্দুস সালেক এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলো- একই গ্রামের হাবিবুর রহমান হবি (৭০) ও তার দুই পুত্র বিপুল (৩৫) এবং আলীম (৩২)। অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি আমিরুল, ঈছা, আলম (১), আলম (২), রশীদ, খলিল ও আমানতসহ ৭জনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণী থেকে থেকে জানা যায়, ২০০৫ সালের পহেলা এপ্রিল সন্ধায় বিবাদমান জমির ধান কাটাকে কেন্দ্র করে দ-প্রাপ্ত আসামিরা মোজাম্মেলকে নিজ গৃহে পিটিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় ঘটনার পর দিন হত্যা মামলা দায়ের করেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আব্দুর রাজ্জাক আতা ও সরকার পক্ষে আব্দুর রহমান রানা।
সিরাজগঞ্জ বার্তা/এএ্ইচএস/১২ এপ্রিল, ২০১১