উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ থেকে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মঙ্গলবার(৩১ মে’ ২০১১) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়নে বেসরকারীভাবে ৪ আওয়ামী লীগ সমর্থিত এবং ৫ বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত ব্রক্ষগাছা ইউপিতে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন নাজির (আনারস), পাঙ্গাসী ইউপিতে আব্দুস সালাম প্রামানিক (গরুর গাড়ি), ধানগড়া ইউপিতে ফিরোজ উদ্দিন খান (গরুর গাড়ি) ও সোনাখাড়া ইউপিতে আমজাদ হোসেন ছানা (কাপ-পিরিচ)।
এছাড়া, বিএনপি সমর্থিত নলকা ইউপিতে আবু বকর সিদ্দিক (আনারস), ধামাই নগর ইউপিতে রেজাউল করিম রেজা (দেওয়াল ঘড়ি), চান্দাইকোনা ইউপিতে স্বপন কুমার দাস (দেওয়াল ঘড়ি), ঘুরকা ইউপিতে হারুনুর রশীদ শাহীন (উড়োজাহাজ) ও ধুবিল ইউপিতে নাজমুল ইসলাম তালুকদার শাহাজাদা (উড়োজাহাজ) প্রাথমিকভাবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রায়গঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র সুষ্ঠভাবে ভোটগ্রহন সম্পন্ন হলেও সন্ধায় ও রাতে কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটে। তবে স্থানীয় প্রশাসন এবং র্যাব ও পুলিশ বাহিনী তাৎক্ষণিক তা মোকাবেলা করে বলে তাদের দাবি।