উপজেলা প্রতিনিধি, শাহজাদপুর
সিরাজগঞ্জ: বুধবার(৮ই জুন’ ২০১১) জেলার শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান (প্রতীক আনারস) আচরণবিধি লঙ্ঘন করে অর্ধশতাধিক মোটর সাইকেল বহর নিয়ে শো-ডাউন করার জন্য ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাসেল সাবরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন। খবর পেয়ে
জানা যায়, চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামান স্থানীয় গোপীনাথপুর থেকে কাশিনাথপুর পর্যন্ত নির্বাচনী শো ডাউন করে। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চেয়ারম্যান প্রার্থী রোকনুজ্জামানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করে। এর পর যদি আবারও আচরণবিধি লঙ্ঘন করা হয় তবে তার প্রার্থীতা বাতিল করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ জুন বুধবার এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে।এরই অংশ হিসাবে সে আচরণবিধি লঙ্ঘন করে এ শো ডাউন করে।