শাহজাদপুর প্রতিনিধি যৌন হয়রানির অভিযোগে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার দ্বাদশপট্টি গ্রামের এহিয়া ওরফে ছালাম নামের যুবককে ১বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। ি বৃহস্পতিবার(৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন এ দ-াদেশ দেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। জানা যায়, বুধবার বিকালে জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি গ্রামের এক হত দরিদ্র দিন মজুর তার ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে যমুনা নদীর পূর্ব পাড়ের দীঘলকান্দি চরে ঘাস কাটতে যায়। শিশু কন্যাকে এক স্থানে বসিয়ে রেখে বাবা কাঁশবনের ভিতরে যায়। এ সময় এনায়েতপুর থানার দ্বাদশপট্টি গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির লম্পট ছেলে এহিয়া ওই শিশুকে ঘাসের লোভ দেখিয়ে অনত্র নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং লম্পট এহিয়াকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় বিজ্ঞ বিচারক এ যুবককে সশ্রম কারাদ- দেন। বাংলদেশ সময়: মার্চ ০৮, ২০১২