স্টাফ করেসপন্ডেন্ট
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৬ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক এদেরকে এক থেকে ৩ মাস পর্যন্ত মেয়াদে কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার জীবন শেখ (২৮), মালশাপাড়া মহল্লার আলাউদ্দিন ওরফে আলা (৪০), সয়াধানগড়া মহল্লার আলামিন শেখ (২৫), কালিবাড়ি মহল্লার আবু বক্কার (৪৫), রেলওয়ে কলোনির আব্দুর রহিম (২২) এবং রফিকুল ইসলাম (৪৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযানে তাদেরকে রোববার রাতে ও সোমবার দুপুরে আটক করা হয়। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বিকেলে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
@ মার্চ ১২, ২০১২