স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশ প্রাইভেট মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার(১৪ জুন’২০১৬) সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে মেডিকেল টেকনোলজি ও ম্যাটস কোর্সে ভর্তির ক্ষেত্রে আগের নিয়ম অনুসরণ করার দা্বি জানানো হয়।
সম্প্রতি স্বাস্থ অধিদপ্তরে অনুষ্ঠিত ভর্তি সংক্রান্ত মিটিংয়ে এমবিবিএস ভর্তি পরীক্ষার মতো করে মেডিকেল টেকনোলজি ও ম্যাটস কোর্সে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বেসরকারি মেডিকেল টেকনোলজি ও ম্যাটস প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।
সংগঠনটির সভাপতি ও সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির চেয়ারম্যান আবু হাসনাত মো: ইয়াহিয়ার সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য স্মারকলিপি দেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব মো. শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ দেওয়ান কামারুজ্জামান প্রমুখ।
অংশ নেন রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত সারাদেশের প্রাইভেট মেডিকেল টেকনোলজি ও ম্যাটস ইনস্টিটিউটের উদ্যোক্তাবৃন্দ।
সিরাজগঞ্জ বার্তা/এনএস/১৫ জুন’২০১৬