উপজেলা করেসপন্ডেন্ট
উল্লাপাড়া(সিরাজগঞ্জ): কে. এম সাইফুল্লাহ রুপম ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ফল প্রকাশ করে। রুপমসিরাজগঞ্জের সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ণরত।
সিরাজগঞ্জের দুর্গত এলাকা থেকে প্রাথমিকে জিপিএ-৫ আবার শহরের ১ম সারির স্কুলে চান্স পাওয়ায় খুব খুশী রুপমের শিক্ষক বাবা-মা। উল্লাপাড়ার এলংজানি আটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় অংশ নেয় রুপম। রুপমের মা কাজী সালমা রহমান এ স্কুলের সহকারী শিক্ষিকা।
বাবা কে এম আব্দুল আলীম জেলাম তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানি ডিগ্রি কলেজের সমাজকল্যাণের সহকারী অধ্যাপক।বাবা-মা দুজনই তার ছেলের উজ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে রুপমের। রুপমের বড় বোন নাইমা চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ফল প্রকাশের অপেক্ষায়।
এদিকে গত ১৫ এপ্রিল এলংজানি আটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ রৃপমসহ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেয়। এতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেয়।
সিরাজগঞ্জ বার্তা/১৬ এপ্রিল’২০১৭