নিউজ ডেস্ক
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর শহরের ১৫ টি দরিদ্র পীড়িত কমিউনিটির ১০৫জন অতি দরিদ্রের মাঝে ঈদ সামগ্রী ( পোলাও চাল, চিনি, লাচচা, সেমাই, দুধ, মসলার প্যাকেজ) বিতরণ করা হয়েছে।
সোমবার(১১ জুন’২০১৮) বিকেলে পৌরসভা সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকার স্বনামখ্যাত এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান ডিসিএস এডুকেয়ার প্রাইভেট লিমিটেড ও আবুতালেব ফাউন্ডেশন এ আয়োজনে আর্থিক সহযােগিতা দেয়।
ব্র্যাক সিরাজগঞ্জের ফিল্ড সমন্বয়ক তাহছিন নূরী খোকনের সঞ্চালনায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলার বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা: মো. ইউসুফ তালুকদার। সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দীন।
আয়োজন নিয়ে তাহছিন নূরী খোকন সিরাজগঞ্জ বার্তা.কম-কে বলেন, দরিদ্র পীড়িত পরিবারগুলোর সাথে কাজ করতে গিয়ে কখনো কখনো আবেগ আপ্লুত হয়েছি তাদের করুণ অবস্থা দেখে। এরই প্রেক্ষিতে রমজানের শুরুর দিকে ঈদ সামান্য কিছু করার পরিকল্পনা করি। বিষয়টি আমার পরিচিত কিছু বিত্তবান বন্ধুদের সাথে আলোচনা করি। অনেকেই যার যার অবস্থান থেকে সমর্থন জানান। এগিয়ে আসেন ডিসিএস এডুকেয়ারের রেজাউল করীম ভাই ও আবু তালেব ফাউন্ডেশন। এ শুভক্ষণে তাদের ধন্যবাদ জানাই।
সিরাজগঞ্জ বার্তা.কম/১২ জুন’২০১৮/এনএস