নিউজ ডেস্ক:
অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ এর উদ্যোগে এবার শাহজাদপুরে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শুক্রবার (১৮ জানুয়ারি’২০১৯) সকালে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুণ্ডু।
সংগঠনটির সভাপতি মেহেদী হাসান হেলালের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, মাওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক জাহিদুল আলম, সাংবাদিক আল আমিন হোসেন, সাংবাদিক রাজিব রাসেল, সাংবাদিক ফরিদ আহমেদ চঞ্চল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১০০ জন গরীব মানুষের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়।
এর আগে গত ১১ই জানুয়ারি উল্লাপাড়ায় আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়।একইভাবে জেলার আরও কয়েকটি উপজেলায় কিছু সংখ্যক কম্বল বিতরণ করা হয়। রায়গঞ্জ উপজেলায় সংগঠনের পক্ষে কম্বল বিতরণ করেন মো. নূর এ আলম সিদ্দিক ও আব্দুল মতিন নয়ন।
সিরাজগঞ্জ বার্তা.কম/২০ জানুয়ারি’২০১৯।