খন্দকার মাসুদ রানা
মুলিবাড়ি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে হানিফ পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ ’২০১৯) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানিয়েছেন।

ছবি-শামীম হোসেন হ্রদয়
ঢাকা থেকে উত্তরাঞ্চলের মধ্যে চলাচলকারী হানিফ পরিবহনের বিপরীতমুখী দুটি বাস একই লেইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়।৩জন ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
সিরাজগঞ্জ বার্তা.কম/২০ মার্চ’২০১৯