নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’ এর ২০১৯-২০২১ মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি- মোঃ নূর-এ-আজম সিদ্দিক (উপসহকারী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড), মোঃ মতিন খান, মোঃ ইব্রাহীম হোসেন, মোঃ কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক- মোঃ রাসেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আরিফুল ইসলাম, মোঃ সাদমান আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক- মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক- মোঃ মেহেদী হাসান, অর্থ সম্পাদক- মোঃ ইসমাইল হোসেন রুবেল, প্রচার সম্পাদক- মোঃ সবুজ হোসেন, সহ-প্রচার সম্পাদক- মোঃ ইব্রাহীম খলিল রাশেদ, প্রকাশনা সম্পাদক- মোঃ সাগর আহমেদ, দপ্তর সম্পাদক-মোঃ ইমাম হোসেন তারেক, সমাজসেবা সম্পাদক-মোঃ জুয়েল রানা, পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক-মোঃ ইমরান হোসেন সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক- হাফেজ মোঃ সারোয়ার হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক- মোঃ শাহাদাত হোসেন, সহ-রক্তদান বিষয়ক সম্পাদক- মোঃ আরিফ খান, মহিলা বিষয়ক সম্পাদক- ববি আক্তার, প্রবাসী কল্যাণ সম্পাদক- মোঃ আল-আমিনকে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে।
এছাড়া কমিটিতে কয়েকজনকে সদস্য রাখা হয়েছে।
উপদেষ্টাম-লীতে রয়েছেন- ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ.বি.এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, মোঃ শামীম হাসান (সহকারী অধ্যাপক উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ), মোঃ জাহিদুল আলম (প্রভাষক, সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, শাহজাদপুর), মোঃ মামুন বিশ্বাস(সাংবাদিক), মোঃ সাইফুল ইসলাম(শিক্ষক) ও মোঃ তাহসিন নূরী খোকন (সাংবাদিক)।
সংগঠনটির সহ সভাপতি নূর এ আজম সিদ্দিক বলেন, ‘অরাজনৈতিক ও কল্যাণকামী সংগঠন হিসেবে আমরা কাজ করছি। রক্তদান, শীতবস্ত্র বিতরণ, গরীবদের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি। জেলার বিত্তজনেরা একটু এগিয়ে আসলে আমাদের উদ্যোগ আরও বাড়ানো সম্ভব হবে। আশার কথা, যতদিন যাচ্ছে আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছি।’
সিরাজগঞ্জ বার্তা.কম/এনএস/২২ডিসেম্বর’২০১৯