সিনিয়র করেসপন্ডেন্ট
সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেলসদৃশ বস্তু ও তিনটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে। বুধবার(৩০ মার্চ ’২০১৬)দুপুরে পুলিশ সদর উপজেলার শহর রক্ষা বাঁধ সংলগ্ন কাওয়াকোলা ইউনিয়নে চক চিথুলিয়া ভোট কেন্দ্রের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। সদর থানার সহকারী উপ-পরিদর্শক আনিছুর রহমান জানান, ভোট কেন্দ্রের সামনে কে বা কারা ওইসব বোমা ও অস্ত্রগুলো বালুর মধ্যে ফেলে রাখে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে সেগুলো উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, জর্দার কৌটায় লালটেপ মোড়ানো বস্তুগুলো ককটেল বোমা কিনা তা পরীক্ষা না করে বলা যাচ্ছে না। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে দুটি চকচকে। ৩১ মার্চ ওই ইউনিয়নে ওই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমাসদৃশ বস্তুসহ ফেলে রেখে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
সিরাজগঞ্জ বার্তা/৩০ মার্চ’২০১৬