সিরাজগঞ্জ:সিরাজগঞ্জে ৬ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে বিনাশ্রমকারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতেরবিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক এদেরকে এক থেকে ৩ মাস পর্যন্ত মেয়াদেকারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লারজীবন শেখ (২৮), মালশাপাড়া মহল্লার আলাউদ্দিন ওরফে আলা (৪০), সয়াধানগড়া মহল্লারআলামিন শেখ (২৫), কালিবাড়ি মহল্লার আবু বক্কার (৪৫), রেলওয়ে কলোনির আব্দুর রহিম (২২) এবং রফিকুল ইসলাম (৪৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দসহিদ আলম বাংলানিউজকে জানান, মাদকবিরোধী অভিযানে তাদেরকে রোববার রাতে ও সোমবারদুপুরে আটক করা হয়। সাজাপ্রাপ্তদের আদালতের মাধ্যমে বিকেলে জেলা কারাগারে পাঠিয়েছেপুলিশ।
শাহজাদপুর প্রতিনিধি যৌন হয়রানির অভিযোগে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার দ্বাদশপট্টি গ্রামের এহিয়া ওরফে ছালাম নামের যুবককে ১বছরের সশ্রম কারাদ- দেয়া হয়েছে। ি বৃহস্পতিবার(৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার রাসেল সাবরিন এ দ-াদেশ দেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। জানা যায়, বুধবার বিকালে জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ি গ্রামের এক হত দরিদ্র দিন মজুর তার ১১ বছরের শিশু কন্যাকে নিয়ে যমুনা নদীর পূর্ব পাড়ের দীঘলকান্দি চরে ঘাস কাটতে যায়। শিশু কন্যাকে এক স্থানে বসিয়ে রেখে বাবা কাঁশবনের ভিতরে যায়। এ সময় এনায়েতপুর থানার দ্বাদশপট্টি গ্রামের মৃত ইব্রাহিম মুন্সির লম্পট ছেলে এহিয়া ওই শিশুকে ঘাসের লোভ দেখিয়ে অনত্র নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং লম্পট এহিয়াকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় বিজ্ঞ বিচারক এ যুবককে সশ্রম কারাদ- দেন। বাংলদেশ সময়: মার্চ ০৮, ২০১২
রায়গঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী অভিযানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত বুধবার(৭ মার্চ’২০১২) সকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়।
বিএসটিআই এর রাজশাহী অফিসের সহযোগিতায় উপজেলার চান্দাইকোনাসহ কয়েকটি বাজারে ফল ও খাবার দোকানে অভিযান চালিয়ে ফরমালিন মিশ্রিত ও ভেজাল খাবার বিক্রির অপরাধে ২টি মিষ্টির দোকান ও ফলের দোকান থেকে এ জরিমানার টাকা আদায় করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিছুর রহমান জানান, চান্দাইকোনা বাজারের সনজিতা মিষ্টান্ন ভান্ডার থেকে ১৫ হাজার, জবা দইঘর থেকে ১০ হাজার ও ভাইভাই ফল ভান্ডার থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।